কোনও তাড়াহুড়ো নেই, শব্দ- ধোঁয়া নেই.. শহরের বুক চিড়ে ছুটে চলতো সুবোধ শিশুর মত এক যান। তাতে কত মানুষের গল্প, গান, কবিতার মিশ্রণ মিলেমিশে একাকার। কিন্তু ২০২৪ সালের সেপ্টেম্বরে থেমে গেল এই বুড়োখোকার অ্যাডভেঞ্চার। ১৫০ বছরের চলার গল্প। এখন শুধুই শোকেসে সাজিয়ে রাখা ট্রফির মত কলকাতায় থাকবে ট্রামের গল্প আর চড়ে দেখার সাধ।
অথচ এই ট্রাম নিয়ে কত গল্প- কত গান হয়ে গেছে শিল্পীদের অন্তর দিয়ে…