Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

শাইখ সিরাজের নামে মামলা করলেন ফারজানা ব্রাউনিয়া

ফারজানা ব্রাউনিয়া ও শাইখ সিরাজ (বাম থেকে) । ছবি: গুগল

প্রতারণতার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শায়েখ সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। শায়েখ সিরাজসহ এই মামলায় আসামি সংখ্যা পাঁচ জন।

২৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন ব্রাউনিয়া। জানা গেছে, এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

শায়েখ সিরাজ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন– আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফারজানা ব্রাউনিয়া চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সাথে ২০১৪ সাল থেকে স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটি থেকে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানান। ফলশ্রুতিতে আসামিরা জানান, যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে বেতন পাবেন। সেই হিসাব অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার। পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে উল্টো বাদীকে হুমকি দেন। এমনকি বাদীর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা: বাঁধন

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে লড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ মঙ্গলবার…

এবার রেকর্ডসংখ্যক সিনেমায় অনুদান দিচ্ছে সরকার  

প্রতিবছরের মতো এবারও সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৩২টি…

‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত গ্লাস্টনবারি উৎসব

গত ২৫ থেকে ২৯ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল। এই পারফর্মিং আর্টস উৎসবে সাধারণত সংগীত…
0
Share