১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন নিয়ে নিজের বক্তব্য রাখেন সভাপতি আহসান হাবীব নাসিম।
অভিনেতা তারিক আনাম খানকে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র প্রধান নির্বাচিত করা প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে অন্তর্বর্তী সংস্কার কমিটি নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।’
শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের দলীয়ভুক্ত ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কারো পদত্যাগ না করা প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধানই পারবেন।’
জানা যায়, ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকেই অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তাঁর সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। যদিও কারা থাকবেন সেটি এখনও জানানো হয়নি।