প্রায় প্রতিদিনই গণপিটুনির ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। এই ‘মব জাস্টিস’-এর বিরুদ্ধে সরব অনেকেই। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবার আওয়াজ তুললেন দর্শকপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
১৯ সেপ্টেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘তুমি যদি স্বাধীনতার মর্ম না বোঝো, তাহলে তুমি স্বাধীনতার স্বাদ হারাবে। আব্বার কাছে শুনতাম, দেশ স্বাধীন হওয়ার পর অনেকের মধ্যেই জোশ চলে আসছিল যে সে-ই সব। সে নিজেই অভিযোগকারী, নিজেই বিচারক, নিজেই এক্সিকিউশনার। হাতে অস্ত্র আছে, অথবা আছে মবের শক্তি। সুতরাং মার, মেরে ফেল। ফল কী হয়েছিল আমরা জানি।’
আগের আরও কিছু ঘটনার কথা উল্লেখ করে নির্মাতা যোগ করেন, ‘আচ্ছা, স্বাধীনতার পর না হয় একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, এমন কি যখন আওয়ামী লীগের কঠিন আঁটুনির ভেতর আটকা ছিল দেশ, তখনও কি আমরা বাড্ডার এক মাকে ছেলেধরা সন্দেহে মারি নাই? রংপুরে নামাজের পর এক মানসিক ভারসাম্যহীন মানুষকে মেরে পুড়িয়ে দেই নাই?’
এরপর নতুন বাংলাদেশের প্রসঙ্গ এনে ফারুকী বলেন, ‘আমি আশা করছিলাম, এই নতুন স্বাধীনতা প্রাপ্তির সাথে সাথে নতুন দায়িত্বের ব্যাপারটা আমার উপলব্ধি করব। আমাদের দিলে রহম জিনিসটা আসবে। একশজন মববাজি করতে আসলে দুইজন হলেও রুখে দাঁড়াবে! ঢাকা আর জাহাঙ্গীরনগরে কি এ রকম চারজন ছাত্র ছিল না রুখে দাঁড়ানোর? এটা লজ্জার, বেদনার।’
উল্লেখ্য যে, সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সোচ্চার মোস্তফা সরয়ার ফারুকী। ছাত্র আন্দোলনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত সব ধরনের জাতীয় ইস্যুতে নেটিজেনরা পেয়ে আসছেন এই নির্মাতাকে। কয়েকদিন আগেও গণপিটুনির মত ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘মবরাজ থামান। শৃঙ্খলা আনেন।’