১২ সেপ্টেম্বর ২০২৪। আজ জীবনের ৩০তম বসন্তে পা রেখেছেন জনপ্রিয় কেপপ ব্যান্ড বিটিএসের লিড র্যাপার আর এম ওরফে কিম নামজুনের।
১৯৯৪ সালের আজকের দিনে দক্ষিণ কোরিয়ার দোংজাক-গু-তে জন্ম তার। বিটিএসের অন্যতম সদস্য তিনি। বিটিএস ভক্তদের ভাষ্য, বয় ব্যান্ডটির মধ্যে সবচেয়ে মেধাবী নামজুন। সেখানে একজন সাধারণ মানুষের আইকিউ থাকে ১০০ সেখানে আর এমের আইকিউ ১৪৮!
ছোট বেলা থেকেই হিপহপ কালচার নিয়ে আগ্রহী নামজুন মাত্র ১৩ বছর বয়সে যোগ দেন আন্ডারগ্রাউন্ড র্যাপার হিসেবে। ২০১৩ সালে ব্যাং সি-হিউকের হাত ধরে পা রাখেন কেপপের দুনিয়ায়। পরিচিতি পান কোরিয়ান বয় ব্যান্ড বিটিএসের লিডার হিসেবে।
শুধু তাই নয়, কিম নামজুন একাধারে একজন র্যাপার, সুরকার, লিরিসিস্ট। ইতোমধ্যে নিজের যোগ্যতা দিয়ে সারাবিশ্বের অসংখ্য ভক্তের মন জয় করে নিয়েছেন।
গ্রুপ ভিত্তিক র্যাপের পাশাপাশি আরএম ২০১৫ সালে নিজের প্রথম মিক্স অ্যালবাম ‘আর এম’ বের করেন। যেটি সেই বছরের সেরা ৫০ হিপহপ এলবাম এর মধ্যে ৪৮তম হয়েছিল। তার একক অ্যালবাম ‘মোনো’ এশিয়ার মধ্যে প্রথম এবং একমাত্র অ্যালবাম হিসেবে বিশ্বের ১১৮টি দেশের আইটিউনসে এ ১ম স্থান অর্জন করে।