নির্মাতা সৌভিক কুন্ডু পরিচালনায় ওয়েব সিরিজ ‘কাবেরী’- দিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রতিবাদী চরিত্রে দেখা দিতে যাচ্ছেন পাওলি দাম।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, এই সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চরিত্রটি পারিবারিক হিংসার শিকার। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এই সিরিজ। উল্লেখ্য, প্রথমে সিরিজের নাম স্থির হয়েছিল ‘গুটিপোকা’। পরে অবশ্য ‘কাবেরী’ নামটিই চূড়ান্ত হয়েছে।
নির্মাতাদের দাবি, সিরিজে পাওলি অভিনীত চরিত্রটির সফরের সঙ্গে সঙ্গেই রহস্য এবং চমক বুনে দেওয়া হয়েছে। সিরিজে পাওলির বিপরীতে রয়েছেন সৌরভ চত্রবর্তী। নতুন এই জুটি পর্দায় কী চমক হাজির করেন, তা নিয়ে ইতোমধ্যেই অনুরাগী মহলে কৌতূহল দানা বেঁধেছে।
প্রসঙ্গত, পাওলি ছাড়াও অভিনয় করছেন একঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শংকর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ। পাওলির স্বামীর চরিত্রে দেখা যাবে সৌরভকে। এই প্রথমবার দর্শক জুটি হিসেবে দেখবেন পাওলি-সৌরভকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ তিতিক্ষা দাস।