কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তারই মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। বাবাকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন অভিনেত্রী।
একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদের বর্ণাঢ্যময় জীবন রুপালি পর্দায় ফুটিয়ে তোলা প্রসঙ্গে গণমাধ্যমকে তার মেয়ে তাজরিন ফারহানা ঐন্দ্রিলা জানিয়েছেন, ‘আব্বুর চলচ্চিত্র জীবন বিশাল ও বর্ণাঢ্য। তার জীবনে অনেক মজার মজার ঘটনাও রয়েছে। সেগুলোও দেখাতে চাই। এ কারণে বায়োপিকটি বড় আয়োজন করে বানাতে চাই। কোনো তাড়াহুড়া করতে চাইছি না। আশা করছি আব্বুর জীবনের গল্পটি পর্দায় ফুটিয়ে তুলতে পারব।’
প্রস্তাবিত এ চলচ্চিত্রে একাধিক অভিনেতাকে বুলবুল আহমেদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে জানান ঐন্দ্রিলা। তিনি বলেন, ‘এখানে যেহেতু তার জীবনের অনেকগুলো পর্যায় দেখানো হবে, তাই ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন অভিনেতাকে দেখা যাবে। চিত্রনাট্য সম্পন্ন হওয়ার পরে অভিনয়শিল্পীদের তালিকা চূড়ান্ত করব।’
ঐন্দ্রিলা আরও বলেন, ‘সিনেমার জন্য চিত্রনাট্যের কাজ শুরু করেছি। তাই বুলবুল আহমেদ সময়কার চলচ্চিত্রসংশ্লিষ্ট যারা বেঁচে আছেন, তাদের সঙ্গেও দেখা করব। বড় পরিসরে সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। চিত্রনাট্য শেষ হলেই সরকারি অনুদানের জন্য তা জমা দেব। তবে অনুদান না পেলেও সিনেমা নির্মাণ থেমে যাবে না। আশা করছি, ফান্ড জোগাড় হয়ে যাবে।’
সিনেমা শুটিং প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ২০২৫ সালের মাঝামাঝি সময়েই শুটিং শুরু করব। তার আগেই অভিনয়শিল্পী নির্বাচন করার ইচ্ছা রয়েছে।
উল্লেখ্য, ১৯৫৮ সালে মঞ্চনাটক দিয়ে অভিনয়জীবন শুরু বুলবুল আহমেদের। টেলিভিশনে অভিষেক হয় ১৯৬৮ সালে আবদুল্লাহ আল-মামুনের ‘পূর্বাভাস’ নাটক দিয়ে । প্রায় ৩০০ নাটক এবং দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ। তার অভিনীত কালজয়ী সিনেমার মধ্যে রয়েছে সূর্যকন্যা, মহানায়ক, সীমানা পেরিয়ে, রাজলক্ষী-শ্রীকান্ত, দেবদাস।