চেতনানাশক মাদক গ্রহণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ৩ সেপ্টেম্বর অভিনেতা ইয়ো আ-ইনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ান আদালত।
মালয়েশিয়াভিত্তিক গণমাধ্যম স্ট্রেইট টাইমসের খবরে, অভিনেতা ইয়ো আ-ইন বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সাল, এই সময়ের মধ্যে ১৮১ বার চেতনানাশক ড্রাগ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। প্রসাধনী সামগ্রীর আড়ালে আনা এসব ড্রাগ পেশাদার ক্লিনিকগুলোয় সরবরাহ করা হতো বলে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ টিভির খবরে বলা হয়েছে, আদালত তার রায়ে জানিয়েছেন, মাদকের ব্যবহার ও ক্রয়ের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে ইয়ো আ-ইনকে। এ ছাড়া সঠিক প্রেসক্রিপশন ছাড়াই ইয়ো আ-ইনকে প্রপোফল সরবরাহ করেছেন যিনি, সেই চিকিৎসককে গত মাসে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিনেতা ইয়ো।
উলেখ্য, ৩৭ বছর বয়সী অভিনেতা ইয়ো আ-ইন ‘পাঞ্চ’, ‘সিক্রেট অ্যাফেয়ার’, ‘ভেটেরান’, ‘দ্য থ্রোন’, ‘বার্নিং’, ‘অ্যালাইভ’, ‘ভয়েস অব সাইলেন্স’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তাকে দেখা গেছে অনেক কোরিয়ান টিভি সিরিয়াল ও ওয়েব সিরিজে। বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবেও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।