জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতাকে যে গানগুলো এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে, সেগুলোর মাঝে অন্যতম ‘দেশটা তোমার বাপের নাকি’। কিন্তু অনুপ্রেরণা জোগানো এই গানটি গেয়ে বিপাকে পড়তে হয়েছিল গানের মূল শিল্পীকে।
‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি গেয়েছেন সংগীতশিল্পী মৌসুমী চৌধুরী। এই নামেই তিনি পরিচিত হলেও তার পুরো নাম নাজনীন আকতার মৌসুমী। তার বাড়ি নওগাঁয়। এসব তথ্য জানা গেছে সম্প্রতি। আরও জানা গেছে, এ গান গাওয়ার পর নানামুখী চাপে পড়ে বাড়ি ছাড়তে হয়েছিল এই গায়িকাকে।
কয়েকদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দেখা মেলে মৌসুমীর। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ভাইরাল গানটি গাওয়ার পর কোনো চাপের মুখে পড়তে হয়েছিল কিনা। উত্তরে মৌসুমী বলেন, ‘এরকম একটা গান গাওয়ার পর চাপের মুখে পড়বো না, এটা কখনো হতেই পারে না। যেহেতু ঐ সময়টাই স্বৈরাচার সরকারের আন্ডারে ছিল সবকিছু, সেজন্য অনেক হুমকির সম্মুখীন হয়েছিলাম আমি।’
গায়িকা যোগ করেন, ‘কখনো বাড়ি থাকতে পারি নাই। এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে, কখন যে কোথায় ছিলাম আমি নিজেও জানি না।’
মূলত, গানটি গাওয়ার ফলে এক বছরের মত বাড়ি ছাড়া ছিলেন তিনি। এসময় তাকে তার গুরু ইথুন বাবু আগলে রেখেছিলেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, ‘দেশটা তোমার বাপের নাকি’ গানের গীতিকার হলেন ইথুন বাবু।