সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহকে আসামি করে এবার হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ি থানায় আহকামের নামে মামলাটি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি হিসেবে তালিকায় আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
মামলার এজাহারের তথ্যানুযায়ী, এই হত্যা মামলা করা হয়েছে ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ি থানাধীন মনোয়ারা হাসপাতালের রাস্তার উপর গোলাপবাগ এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় আন্দোলনরত ছাত্র জনতাকে খুন করার ঘটনায়। নাজিয়া আক্তার নামের এক নারী মামলাটি করেছেন।
জানা গেছে, মামলায় ৮৭ নাম্বার আসামি হিসেবে আহকাম উল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। একই মামলায় আহকাম ছাড়াও আসামির তালিকায় আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক মুনতাসির মামুন, বিগত সরকারের একাধিক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরও অনেকেই।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই এবং আগস্ট মাসজুড়েই উত্তাল ছিল বাংলাদেশ। আন্দোলনে অংশ নিয়ে প্রাণ ঝরে অসংখ্য মানুষের। আহতদের তালিকাও অনেক বড়। এদিকে গণঅভ্যুত্থানের জেরে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী তার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর থেকে জুলাই ও আগস্ট মাসে ঘটে যাওয়া হাজারো অপরাধের আসামিদের শাস্তির দাবিতে থানায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।