৩৮তম ফোবানার আসর থেকে কোন নোটিস ছাড়াই বাদ দেয়া হয়েছে শফিক তুহিনকে।
সম্প্রতি নিজস্ব ফেসবুক পেইজে তিনি ফোবানার একটি প্রকাশিত পোস্টার সহ নিজস্ব হতাশা তুলে ধরেন।
শফিক তুহিন লেখেন, ‘জানতে পারলাম জুলাই বিপ্লবে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয়াতে আমেরিকা ফোবানা সন্মেলন অনুষ্ঠানে আমাকে বাদ দেয়া হয়েছে। অথচ বিগত পাঁচ মাস ধরে অন্য সব শিল্পীদের সাথে আমার ছবি ব্যবহার করে প্রচার প্রচারণা চালানো হয়েছে। আইনগত বিষয় না হয় তুলেই রাখলাম নৈতিক বিষয়টা একবার ভেবে দেখবেন কিন্তু!’
ফেডারেশন অব বাংলাদেশি ইন নর্থ আমেরিকা (ফোবানা) থেকে প্রতি বছরই এধরনের আয়োজন করা হয়। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে যেমন শিল্পী উড়ে যান, তেমনই প্রবাসী বাংলাদেশি শিল্পীও অংশ নেন।
শফিক তুহিন দাবী করেন, ছাত্র বিপ্লবে সক্রিয়তার কারণেই এটি। তার পোস্টে আরেক শিল্পী ডলি সায়ন্তনী লেখেন, একটা ফোবানা না করলে তোমার কী হয়? বাদ দাও..
উল্লেখ্য, শফিক তুহিন শ্রোতাপ্রিয় গীতিকবি এবং গায়ক। তার গাওয়া ‘এর বেশি ভালোবাসা যায়না’ গানটি বহুল জনপ্রিয় গানের মাঝে অন্যতম।