গান গেয়ে আলোচনায় আসার পর এবার সিনেমা বানানোর ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
একটি নয়, দুটি সিনেমা বানাবেন তিনি। একটি ছবি হবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে, আর অপরটি হবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে নিয়ে।
সিনেমা দুটির নাম হতে যাচ্ছে ‘আরাফাতের চার বউ’ ও ‘মাস্তান হারুন’।
জানা গেছে, ‘আরাফাতের চার বউ’ নির্মাণ করবেন শাওন আশরাফ। আর ‘মাস্তান হারুন’ নামের ছবিটি পরিচালনা করবেন ইভান মল্লিক। লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী দুটি সিনেমার প্রযোজক হিসেবে থাকবেন।
ছবির নাম, পরিচালক ও প্রযোজক বাদে এই বিষয়ে আর কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে অভিনয়শিল্পী বাছাই প্রক্রিয়া শুরু করেছেন হিরো আলম। খুব শীঘ্রই জানাবেন বিস্তারিত।
প্রসঙ্গত, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। সেই সময় থেকেই এই ইউটিউবারের সাবেক এ প্রতিমন্ত্রীকে নিয়ে নানান অভিযোগ। কেননা ঘটনাবহুল সেই নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে নির্বাচনের দিন হিরো আলমকে রাস্তায় ফেলে মা’রধর করেছিল দুর্বৃত্তরা। এরপর এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছিলেন, কোনো দুর্বৃত্ত না, আরাফাত ও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরা তাকে পিটিয়েছিল।
সাবেক সরকার পতনের পর ২৭ আগস্ট আরাফাতকে গ্রেফতার করা হলে ঠিক তার পরদিনই আরাফাতের নামে হ’ত্যাচেষ্টা অভিযোগে মামলার আবেদন করেন হিরো আলম। এর আগেও ২০২৩ সালের ১৮ জুলাই হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় একটি আরাফাতের নামে মামলা দায়ের করেছিলেন।
এদিকে মামলা দায়ের করার পর ‘ধরা পড়ল আরাফাত’ শিরোনামে একটি গানও প্রকাশ করেন হিরো আলম। তার গাওয়া গানটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।