এবার ছোট পর্দার তারকারাও উত্তাল আর জি কর কাণ্ডের বিচারের দাবীতে।
২৫ আগস্ট এই দাবীতে পথে নামেন ছোট পর্দার শিল্পীরা। ইন্দ্রপুলী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত চলে এই পদযাত্রা।
তাদের শ্লোগানের অন্যতম শক্তিশালী অংশ ছিল- ‘ধর্ষক তোমার কে হয়?’
প্রতিবাদে সামিল হয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মানুষের প্রতি সম্মান রাখলে কেউ খারাপ কিছু করতে পারেনা। মনুষত্যের মাঝে একটি পবিত্রতা আছে।’
এছাড়াও একাধিক চেনা মুখকে দেখা গেছে গলায় ঝোলানো পোস্টার নিয়ে। বা হাতে প্ল্যাকার্ড নিয়ে। একটাই শ্লোগান, ‘বিচার চাই’। ছিলেন, শান্তিলাল মুখোপাধ্যায়, অভিনেত্রী তুলিকা বসু, অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শ্রুতি, রাহুল, সৌরভ পালোধি প্রমুখ।
শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ‘আরজিকরের ঘটনায় পথে নেমেছেন টলিপাড়ার কলাকুশলীরা। আর্টিস্ট, টেকনিশিয়আন, ডিরেক্টর সকলেই যোগ দিয়েছেন এই মিছিলে। আমরা সকলেই এই ঘটনার বিচার চাই। রাজনৈতিক বা অরাজনৈতিক কিছুই জানতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
এর আগে শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিল টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ ভুলে এদিন মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায় রঞ্জিত মল্লিক, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, চৈতী ঘোষাল, তনুশ্রী চক্রবর্তী, পাওলি দাম সহ আরও অনেককে।
উল্লেখ্য, আর জি কর হাসপাতালের একজন নারী ট্রেইনি চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার পর থেকেই পশ্চিমবঙ্গসহ গোটা ভারতই ফুঁসছে প্রতিবাদের জোয়ারে। জানা গেছে ২৮ আগস্ট থেকে এই প্রতিবাদ তীব্রতর হওয়ার সম্ভাবনাও আছে।