টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেলিপ্যাব-এর সভাপতি সাজ্জাদ হোসেন দোদুল ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু। প্রাচীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠনটি হতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
দোদুল জানান, ‘খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে বিষয়টি। এখনই এ বিষয়ে বিস্তারিত জানানো যাচ্ছে না। তবে সংগঠনে অভিনেত্রীর সাধারণ সদস্যপদ থাকবে।’
এদিকে টেলিপ্যাব থেকে অব্যাহতির বিষয়ে রোকেয়া প্রাচীর পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রদান করা হয়নি। তিনি এই বিষয়ে জানেন কিনা তা-ও জানা যায়নি। কেননা, অভিনেত্রীর মুঠোফোন এই মুহূর্তে বন্ধ পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, টেলিপ্যাব-এর দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আদনান-দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। আর এই কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন রোকেয়া প্রাচী।
উল্লেখ্য যে, আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন প্রাচী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ফেনী-৩ থেকে দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী। তবে সেই সময় এ দল থেকে মনোনয়ন পাননি তিনি।
প্রাচীকে বরাবরই আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। সর্বশেষ ১৫ আগস্ট শোক দিবস পালন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে অবস্থান নিয়েছিলেন তিনি।