চলতি বছরের এপ্রিলে নির্মাতা রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’-প্রদর্শন উপযোগী নয় বলে জানায় বাংলাদেশ সেন্সর বোর্ড। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ফের ‘অমীমাংসিত’ মুক্তির আভাস দিয়েছেন নির্মাতা রায়হান রাফি।
১৮ আগস্ট নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘অমীমাংসিত’ মুক্তির ইঙ্গিত দিয়েছেন নির্মাতা রাফি। ওয়েব ফিল্মটি ৪৬ সেকেন্ডের একটি টিজার যুক্ত করে নির্মাতা হুঙ্কারের সুরে লিখেছেন, ‘জনগণকে আর বোকা……! ভাবা যাবে না! অমীমাংসিত আসছে…আসতেই হবে…’।
টিজারে দেখা যায় একজন স্বঘোষিত দুর্নীতিবাজ রাজনীতিবিদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন। নির্বাচনে জয়ের জন্য তিনি জনগণের সাহায্য চাচ্ছেন।
চলতি বছরের ২৯শে ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত ‘অমীমাংসিত’। তবে সেন্সর বোর্ডে ওয়েব ফিল্মটির মুক্তি আটকে দেওয়া হয় এবং কারণ হিসেবে জানানো হয়েছিল চলচ্চিত্রটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে, কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে, এ ধরনের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা–সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন ও চলচ্চিত্রটির কাহিনি/ বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।
উল্লেখ্য, গেল ১২ ফেব্রুয়ারি ‘অমীমাংসিত’র প্রথম টিজার প্রকাশ করা হয়েছিল। সেটা দেখে অধিকাংশ দর্শক আঁচ করেছিলেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘিরে নির্মিত। যদিও এই বিষয়ে নির্মাতা বা আইস্ক্রিনের পক্ষ থেকে কিছু বলা হয়নি।