সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।
মূলত ২০২৩ সালে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনে ২০২৩ সালের উপনির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরাফাত। নির্বাচনে অংশ নেয়ায় ভোট গ্রহণের দিন এ কনটেন্ট ক্রিয়েটর দুর্বৃত্তদের কাছে মার খেয়েছিলেন। সেই দিনই আলম আওয়াজ তুলেছিলেন আরাফাতের বিরুদ্ধে।
হিরো আলম জানিয়েছিলেন, তাকে পেটানো সব লোকজন আরাফাতের সমর্থক।
সম্প্রতি নতুন করে সেই নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন আলম। তিনি জানান, ‘আপনারা দেখেছেন আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনো মতে বেঁচে ফিরেছিলাম।’
এরপর বিচার চেয়ে আলম যোগ করেন, ‘সেই ঘটনার বিচার আমি আজও পাইনি। এখন আমি আরাফাতকে খুঁজছি, তাকে পেলে ধরে মামলা করবো। সে আমার জেতা আসন ছিনতাই করেছে।’
প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন দলটির অনেক সদস্য। এই সদস্যদের তালিকায় আছেন সাবেক মন্ত্রী আরাফাতও। এরই মাঝে হিরো আলম তার বিরুদ্ধে আসন ছিনতাইয়ের অভিযোগ তুললে আবারও আলোচনায় আসলেন তিনি।