৫ আগস্ট ইতিহাসের সাক্ষী হয়েছেন বাংলাদেশের মানুষ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে এদিন শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্ব ও দেশ ছাড়েন।। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস। রাস্তায় বিজয় উল্লাসে নেমে পড়েন জনতা। সেই জনতার মাঝে ছিলেন বিনোদন জগতের তারকারাও। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও তাদেরই একজন।
মেহজাবীন যখন বিজয় উল্লাস করতে রাস্তায় নেমেছিলেন, তখন তার সাথে ছিলেন নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। আরও ছিলেন পরিচালক আদনান আল রাজিব।
রনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক থেকে আনন্দঘন মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন ৫ আগস্ট। তিনি ক্যাপশনে লেখেন, ‘বিজয় উৎসব হোক তবে দায়িত্বশীলতার সাথে আমরা সবাই যেন রাষ্ট্রের জান মাল নিরাপদ রাখি। সকল ধর্মের সকল মতের সকল মানুষের এই বিজয়ে সবাইকে নিয়ে সন্মানের সাথে মিলেমিশে দেশ গড়ি।‘ সবশেষে তিনি জুড়ে দেন বাংলাদেশের পতাকার একটি ইমোটিকন।
প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় সবুজ রঙের টি-শার্ট পরে রাস্তায় নেমেছিলেন মেহজাবীন। এসময় তিনি মাথায় বেঁধে রেখেছিলেন লাল রঙের কাপড়। সব মিলিয়ে তাকে দেখে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবি মনে হচ্ছিলো।
মেহজাবীন, রাজীব ও রনি ছাড়াও ছবিগুলোতে আরও দেখা গেছে নির্মাতা শঙ্খ দাশ গুপ্ত সহ নাটক জগতের আরও কয়েকজন পরিচিত মুখ।