৪ আগস্ট বিকেলে মিউজিক চ্যানেল গান বাংলার দপ্তরে হা’মলার ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। ছড়িয়ে পড়েছে ক্ষতবিক্ষত গানবাংলা ভবনের ভাঙচুরের দৃশ্য।
গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস এরমাঝেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। সেখানে লিখেছেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’
আরও লেখেন, ‘বাংলাদেশের একমাত্র সংগীত বিষয়ক টেলিভিশন চ্যানেল গানবাংলা হত্যা করে যারা লাল-সবুজ পতাকা উত্তোলন করলেন তাদের প্রতি একটাই প্রশ্ন, কেন?’
তাপসের তথ্য অনুযায়ী, ১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে চ্যানেলটি।
উল্লেখ্য অতি সম্প্রতি চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করেন তাপস। এরপরই ভাঙচুরের শিকার হলো তার মালিকানাধীন টিভি চ্যানেলটি। তবে কে বা কারা করেছে তা সম্বন্ধে নিশ্চিত কোন তথ্য কেউ জানাতে পারেনি।