দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের মত করে প্রতিবাদ জানাচ্ছেন তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান। শিক্ষার্থীদের জন্য নিজের জন্মদিনে বিশেষ একটি গান উপহার দিয়েছেন তিনি।
২ আগস্ট, শুক্রবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে ‘আমরা বীর’ শিরোনামে একটি গান প্রকাশ করেন গিটারিস্ট অনি হাসান। গানের কিছু অংশ নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে গায়ক লিখেছেন, ‘বর্তমান প্রজন্মের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের ন্যায়বিচার প্রতিষ্ঠায় যে সাহসী মানুষগুলো ক্রমান্বয়ে আওয়াজ তুলে যাচ্ছেন এবং যারা এই অ’ন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে শ’হীদ হয়েছেন তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, একজন শিল্পী হিসেবে আমরা এই আ’ন্দো’ল’নের শুরু থেকে আমাদের দেশের আপামর জনসাধারণের সাথে আছি এবং যতোদিন এই দেহে প্রাণ আছে ততোদিন আমরা আমাদের দেশের মানুষের জন্যে কথা বলে যাবো। আমাদের এই গান আমরা আমাদের সকল শহীদ ভাই-বোনদের উৎসর্গ করছি এবং যারা এখনো রাজপথে আছে তাদেরকে এই গানের মাধ্যমে আলোড়িত করার চেষ্টা করছি।’
‘আমরা বীর’ রিলিজের ১৩ ঘন্টায় ভিউ ছাড়িয়েছে ৫৭ হাজারের ঘর।
এর আগের ১ আগস্ট, বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে অনি হাসান লিখেছিলেন, ‘আজ পহেলা আগস্ট আমি জন্মেছিলাম এই লাল সবুজের পতাকার নিচে স্বাধীন এক দেশে । আমি জন্মেছিলাম আমার মনের ভাষা প্রকাশ করতে, আমার মিউজিক দিয়ে মানুষের ঐক্য, ভালোবাসা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেকে শামিল করতে । এই ভাবনা থেকেই আগামীকাল একটা নতুন গান রিলিজ করব আপনাদের পাশে দাঁড়াতে।’
প্রসঙ্গত, এক দশক আগে সাবেক ব্যান্ড ওয়াফেজের সঙ্গে শেষবারের মতো ঢাকার মঞ্চে দেখা গেছে অনি হাসানকে। মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন অনি, ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডে বাজিয়েছেন। ভাইব ব্যান্ডে ভাঙনের পর ওয়ারফেজে যোগ দেন।