এবার জালিয়াতি করার অভিযোগ এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন মিশা-ডিপজল নেতৃত্বাধীন বর্তমান কমিটি।
জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করায় এমন অভিযোগ আনা হয়েছে নিপুণের বিরুদ্ধে। ৩০ জুলাই শিল্পী সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।
খবরটি নিশ্চিত করেছেন কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি জানান, ‘নিপুণ আপা একজন সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এটা করার সুযোগ নেই। তিনি অনৈতিকভাবে তার কাছে থাকা প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি দিয়েছেন। তিনি সমিতিকে বিব্রত করেছেন, যা জালিয়াতির পর্যায়ে পড়ে। এ কারণে আজকের সভায় সকলেই ঐক্যমত হয়েছি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
জয় আরও জানান, ১ আগস্ট নিপুণকে নোটিশ দেওয়া হবে। জয়ের ভাষ্যমতে, ‘আমরা তার উত্তরের অপেক্ষায় থাকবো। উত্তর সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কো’টা আ’ন্দো’ল’ন নিয়ে এক বিবৃতি প্রদান করেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন তিনি। এরপর ১৭ জুলাই নিজের ফেসবুক হ্যান্ডেল থেকেও বিবৃতিটি অভিনেত্রী পোস্ট করেন বলে জানা গেছে।