বর্তমানে বাংলাদেশ তার স্বাভাবিক রূপে নেই। সাধারণ মানুষের পাশাপাশি দেশব্যাপী স’হিং’সতা ও চলমান কারফিউ উদ্বিগ্ন করে তুলেছে বিনোদন জগতের তারকাদেরও। এই তালিকায় আছেন দর্শকপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
কো’টা আ’ন্দো’ল’নে’র শুরু থেকেই ফারুকী সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। শি’ক্ষা’র্থীদের পক্ষে তাকে একাধিক পোস্ট করতে দেখা গেছে। বৈষম্যবিরোধী ও শান্তিপ্রিয় আ’ন্দো’ল’নে যখন সং’ঘ’র্ষ– স’হিং’স পরিস্থিতি দেখা দেয় তখন মন কেঁদেছে এই নির্মাতারও। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আরও সোচ্চার হন তিনি।
সম্প্রতি ফারুকী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইংরেজিতে লেখেন, ‘এটা আমাদের সম্মিলিত ব্যর্থতা! একজন বাংলাদেশী হিসেবে আমি লজ্জিত ও হৃদয়বিদারক!’
নির্মাতা যোগ করেন, ‘আমার নিউজফিড দেখতে একটি ক’ব’রস্থানের মতো এবং আমি কাফকায়েস্ক বিশ্বের তেলাপোকার মতো অনুভব করছি! স্ক্রোল করে নি’হ’ত ছেলে-মেয়েদের নিষ্পাপ চোখের দিকে তাকানো কঠিন!’
এছাড়াও সর্বশেষ আরেকটি পোস্টে গায়ক-শিল্পী শায়ান চৌধুরী অর্ণবের আঁকা দুটি ছবি ও অন্য একজন আর্টিস্টের আরেকটি কোলাজ ছবি শেয়ার করে দীর্ঘ ক্যাপশনের এক পর্যায়ে ফারুকী লেখেন, ‘মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরের ক্ষো’ভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মা’র’নাস্ত্র নাই।’
উল্লেখ্য যে, মোস্তফা সরয়ার ফারুকী ছাড়াও কো’টা আ’ন্দো’ল’ন ও আ’ন্দো’ল’ন পরবর্তী বাংলাদেশের রূপ নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন অনেক তারকারা। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরেশ যাকের, অভিনেত্রী সাফা কবির, নির্মাতা শঙ্খ দাস গুপ্ত, গীতিকার রাসেল মাহমুদ প্রমুখ। এছাড়াও কারফিউর আগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির ও শৌভিক আহমেদকে দেখা গেছে সশরীরে আ’ন্দো’ল’নে যোগ দিতেও।