শ্রোতাপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে মোটামুটি ঝড় তুলে দিয়েছেনে সামাজিক মাধ্যমে।
তিনি লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রানী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যেকোনো সময় রাম প্যাঁদানি খাবে।’
কারও নাম উল্লেখ না করলেও ‘দুষ্টু কোকিল’ গাওয়া দিলশাদ নাহার কনার দিকেই সবার নজর চলে যাচ্ছে। কারণ মিডিয়াতে তাকে সুরেলা কণ্ঠের জন্য কোকিল তো ডাকাই হয়- আবার তার সাম্প্রতিক গানের শিরোনামও তাই।
এই আলোচনার ঝড়ে যুক্ত হয়েছেন আরেক গায়িকা সোমনুর মনির কোনাল।
ন্যান্সির সঙ্গে সুর মিলিয়ে ওই শিল্পীকে ‘বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেট, ম্যানিপুলেটর’ হিসেবে আখ্যায়িত করে ফেসবুকে কোনাল লিখেছেন, ‘রাম প্যাঁদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে। মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যান্সি আপু।’
এই আলোচনার সমালোচনার মাঝে কনা গণমাধ্যমকে বলেন যে তিনি সিন্ডিকেট বোঝেননা। কখনো এর অংশ ছিলেনও না। গানের মাঝে রাজনীতি নিয়ে তিনি কথাও বলতে চান না।