‘লাপাতা লেডিস’-এর চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি ‘পাত্রী চাই’ নির্মাতা জানালেন সেই সুখবর!
সম্প্রতি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্মাতা বিপ্লব জানিয়েছেন, ‘পাত্রী চাই’ ছবিটি বাংলায় আর হচ্ছে না। তবে হচ্ছে, হিন্দিতে! ছবিটির চিত্রনাট্য এখন রয়েছে বম্বেতে। দ্রুত ছবিটি সম্পর্কে ঘোষণা আসছে।’ ‘বাংলাদেশের অনেকের কাজ দেখি। অনেকের কাজে মুগ্ধ। যার মধ্যে ফারিণ অন্যতম। ফারিণকে সিনেমায় নেওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘লাপাতা লেডিস’ লেখার পর কাছাকাছি সময়ে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি। সেটি হলো ‘পাত্রী চাই’। পরিকল্পনা ছিল নিজেই বানাবো দুটো ছবি। কিন্তু এর মধ্যে ‘লাপাতা লেডিস’ নিয়ে গেলেন আমির খান-জি। সেজন্য ‘পাত্রী চাই’ নিজেই বানাবো বলে মনস্থির করেছি। সব ঠিকঠাক। প্রডিউসারও চূড়ান্ত। বাংলাদেশ থেকে ফারিণকে নেবো বলেও ভেবে নিয়েছি।’
নির্মাতা আর যোগ করেন, ‘তখন বন্ধু দীপনকে বললাম তাসনিয়া ফারিণকে লাগবে। একদিনেই তিনি আমাদের কানেক্ট করে দেন। ফারিণকে স্ক্রিপ্ট পাঠাই। ফারিণও পছন্দ করে ফেলেন। সব ঠিকঠাক, কিন্তু হলো না। ফিন্যানসিয়াল ডিজাস্টার হয়েছিল আমার প্রডিউসারের। এরপরও খুব চেয়েছিলাম ছবিটা করার। কিন্তু চাইলেই তো আমরা পারি না। একটা ব্যানার বা লগ্নিকারক তো লাগে। থমকে গেলাম। তখনও ‘লাপাতা লেডিস’রিলিজ হয়নি। হলে হয়তো ক্রাইসিস হতো না। এবং সত্যি সত্যি ‘লাপাতা’ রিলিজের পর ঘটনাটা অন্যদিকেই গড়ালো। বাংলায় ফেল মেরে ঘটনা চক্রে ‘পাত্রী চাই’-এর স্ক্রিপ্ট হিন্দি সিনেমা হিসেবে পিছ করি। আশা করছি এটি এখন হিন্দি সিনেমা হিসেবে বম্বে থেকে হচ্ছে। আমিই নির্মাণ করছি। এটুকু মোটামুটি ফাইনাল।’
শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও গেল ঈদুল আযহায় কণ্ঠশিল্পী তাহসান খানের সাথে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে আলোচনায় উঠে আসেন ফারিণ।