‘ময়ূরাক্ষী’র পর নির্মাতা রাশিদ পলাশের নতুন ছবি ‘তরী’-তে নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
তবে নতুন সিনেমায় কাগজে -কলমে চুক্তিবদ্ধ হননি ঋতুপর্ণা। কিছুটা মৌখিকভাবেই ‘তরী’ সিনেমায় কাজ করার বিষয়ে সম্মতি জানিয়েছেন এই টলিউড অভিনেত্রী।
গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে চুক্তির বিষয়ে নির্মাতা জানিয়েছেন, ‘ঋতুপর্ণার সঙ্গে আমার আলাপ হয়েছে। গল্প শুনেছেন। তিনি আমাদের চলচ্চিত্রে কাজ করার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর মধ্যে আমরা আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলব।’
নির্মাতা আরও যোগ করেন, ‘এরই মধ্যে কিছু অংশের কাজ হয়েছে রাজশাহীতে। বাকি অংশের শুটিং সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। মূলত তখনই ঋতুপর্ণার অংশের কাজ করার পরিকল্পনা রয়েছে আমার।’
টলি অভিনেত্রীকে এপার বাংলার দর্শক কেমন চরিত্রে দেখতে পাবেন সেই প্রসঙ্গে পলাশ জানিয়েছেন, ‘ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় দেখা যাবে। মানে সিনেমার মূল শিল্পীদের পেছনে বা পাশে কিছু ছোট ছোট চরিত্র থাকে, যাদেরকে ‘এক্সট্রা’ বলা হয়। তেমনই একটি চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা।’
আহাদুর রহমানের গল্পে ‘তরী’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। চলতি বছরেই সিনেমার শুটিং-ডাবিং শেষ করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। তবে এই সিনেমায় কে বা কারা থাকছেন সেই বিষয়ে এখনই কিছু জানাতে চাইছেন রাশিদ পলাশ।