৬ জুলাই তথ্য ভবনে ২০২৩-২৪ অর্থবছরে অনুদানের জন্য মনোনীত ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানপ্রাপ্তদের মাঝে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সেখানে প্রয়াত নায়ক মান্নার ভালো লাগার, বিচরণের কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য অনুদান পেয়েছেন চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।
গেল ১২ জুন প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রনালয়। সেই প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার (৬ জুলাই) ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য ৭৫ লক্ষ টাকা অনুদান পেয়েছেন শেলী মান্না।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ‘জাত’ সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। হরিজান সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত সিনেমাটির অভিনয়শিল্পী কারা হলেন সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানান নি ‘জাত’ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, স্বাধীনতার পর মানসম্মত চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে ১৯৭৬-৭৭ সাল থেকে চলচ্চিত্রে অনুদানের প্রথা চালু করে সরকার। বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ি’ মুক্তি পায় ১৯৭৯ সালে। এই অনুদান প্রদান মাঝপথে বন্ধ থাকলেও, ২০০৭-০৮ অর্থবছর থেকে নিয়মিতভাবেই অনুদান প্রদান করা হয়।