অসহায় ফিলিস্তিনের শিশুদের সহায়তার জন্য এগিয়ে এলেন নেটফ্লিক্সের হিট সিরিজ ‘ব্রিজারটন’-এ পেনেলোপ ফেদারিংটন খ্যাত আইরিশ অভিনেত্রী নিকোলো কফলান। নিজ উদ্যোগে সংগ্রহ করলেন ২০ লক্ষ ডলারের ত্রাণ!
মার্কিন গণমাধ্যম দ্য ডনের খবরে,নিজের সরবরাহ করা ২০ লাখ মার্কিন ডলার প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ডে (PCRF)দিয়েছেন অভিনেত্রী নিকোলো কফলান। এ জন্য তার প্রতি অবশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে পিসিআরএফ সংস্থা। পিসিআরএফ-টুইটারে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, ‘অবিশ্বাস্যভাবে ২০ লাখ মার্কিন ডলার সংগ্রহ এবং তা সরবরাহের জন্য ‘ব্রিজারটন’ তারকা অভিনেত্রী নিকোলা কফলানকে ধন্যবাদ। ত্রাণ, পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং শান্তির জন্য সমর্থনে অনুপ্রাণিত করা, বাস্তুচ্যুত শিশু ও দরিদ্র পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসায় ত্রাণ প্রদানের জন্য ধন্যবাদ।’
ত্রাণ সংগ্রহের আগে এক সাক্ষাৎকারে নিকোলো বলেছিলেন, ‘আমি আমার স্বপ্নের কাজ করছি এবং বিশ্ব ভ্রমণে যাচ্ছি। তবে বর্তমানে গাজার দক্ষিণের ছোট শহর রাফাতে কী ঘটছে, সেই সম্পর্কেও যথেষ্ট সচেতন আমি।’
মুলত, নিকোলোর বাবা মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর যুদ্ধবিগ্রহ তদারকির সদস্য ছিলেন। এমনকি তার পরিবার ৭০-এর দশকের শেষ দিকে জেরুজালেমে বসবাস করতো। এ কারণে অঞ্চলটির প্রতি গভীর টান রয়েছে এই আইরিশ অভিনেত্রীর।
প্রসঙ্গত, আইরিশ অভিনেত্রী নিকোলোকে প্রায় সময় বিভিন্ন ফটোশুট ও ‘ব্রিজারটন’-এর প্রচারণার সময় যুদ্ধবিরতি ও শিল্পীদের নিরাপত্তার প্রতীক ব্যাজ পরা অবস্থায় দেখা গেছে।
ছবি: ইনস্টাগ্রাম