একবার ফের শিশু-কিশোরদের জন্য নতুন মিউজিক্যাল রিয়্যালিটি শো ‘লিটল স্টার’ নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।
৫ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণের সুযোগ থাকছে এই রিয়্যালিটি শো-তে। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া।
সারা বাংলাদেশ থেকে বাছাই করা ১০০ জন খুদে সংগীতশিল্পী নিয়ে প্রাথমিক অডিশনের আয়োজন করা হবে। দিনব্যাপী বিচারিক কার্যক্রমের মাধ্যমে সর্বোচ্চ ২৫ জনকে ইয়েস কার্ড দেওয়া হবে। তাদের নিয়েই শুরু হবে মূল রাউন্ড। তবে বিচারক হিসেবে কারা থাকছেন ও কবে থেকে দর্শক দেখতে পারবে সে বিষয়ে এখনও কিছু জানান নি ‘লিটল স্টার’ কর্তৃপক্ষ।
নতুন রিয়্যালিটি শো প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান জানিয়েছেন, ‘সারা বিশ্বের দিকে তাকালে আমরা যে রকম প্রতিভাবান শিশুদের দেখতে পাই, তার তুলনায় আমাদের শিশুরা কম প্রতিভাবান নয়। বরং সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের দেশের শিশুরা অনেক বেশি প্রতিভাবান। লিটল স্টার শুরু করতে যাচ্ছি, যাতে আমাদের শিশু-কিশোরেরা ভবিষ্যতে বাংলা গানের ধারাকে আরও সমৃদ্ধ করতে পারে।’
উল্লেখ্য, আরটিভি এর আগে দর্শকদের উপহার দিয়েছে ‘ক্যাম্পাস স্টার’, ‘বাংলার গায়েন’, ‘ইয়াংস্টার’-এর মত সংগীতবিষয়ক বেশ কয়েকটি শো।