‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ খ্যাত হলিউড অভিনেতা থামায়ো পেরি আর নেই। স্থানীয় সময় ২৩ জুন, রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হোট দ্বীপে সার্ফিং করতে গিয়ে হাঙরের আক্রমণে মাত্র ৪৯ বছর বয়সে অকাল প্রয়াত হয়েছেন পেরি।
সিএনএন-এর খবরে, হনলুলু ওশান সেফটি পরিষেবার মুখপাত্র শেইন এনরাইটের তথ্যমতে, ‘সার্ফিংয়ের সময় পেরির হাঙরের আক্রমণে মা’রা’ত্মক আহত হবার খবরে আমরা সৈকতে পৌঁছালেও, জেট স্কি ব্যবহারে পেরির ম’রদেহ উদ্ধার করতে পারি আমরা।’
হনলুলু ওশান সেফটি ভারপ্রাপ্ত প্রধান কার্ট লেগার বলেন, ‘পেরি একজন লাইফগার্ড ছিলেন যিনি সকলের কাছে প্রিয় ছিলেন, একজন পেশাদার সার্ফার ছিলেন যিনি ওহুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন, তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন।’
মার্কিন গণমাধ্যম স্কাই নিউজের খবরে, বরিবার (২৩ জুন) বিকেলে থামায়ো পেরিকে পড়ে থাকতে দেখে স্থানীয় একজন জরুরি সেবা সার্ভিসকে অবহিত করেছেন। পরে তাকে উদ্ধার করে তীরে আনার পর চিকিৎসকেরা মৃ’ত ঘোষণা করেছেন। অভিনেতার শরীরে একাধিক জায়গায় হাঙরের কামড়ের ক্ষত রয়েছে।
উল্লেখ্য, জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টামায়ো। তা ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস টু’, ‘হাওয়াই ফাইভ-০’, ‘অন স্ট্রেঞ্জার টাইডস’-য়ের মত সিনেমাতেও।