ম্যান্ডেলিনের টুংটাং, ‘তুঝে দেখা তো জানা সানম’ গানটির সুর শুরু, সরষে খেতে হলুদ ফুল, হাওয়ার দোলে কখনো এদিক সেদিক। ঠিক যেন বলছে শাহরুখ খানের আরেকটি সিনেমার মত ‘কাভি হা, কাভি না’..
আর শাহরুখ খান, তার মাঝে দাড়িয়ে দুই হাত মেলে দিলেন। এরপর থেকে মেলতেই থাকলেন, মেলতেই থাকলেন।
হয়ে গেল শাহরুখের আইকনিক পোজ। অনেকেই বলেন, এই দুই বাহুতে সারাবিশ্বকে আলীঙ্গন করেন শাহরুখ, কারো মতে কিং খানের এই পোজের অর্থ হলো সকলের জন্য তার দুই বাহু উন্মুক্ত। আবার কারো কাছে সব দর্শককে কাছের করে পেতেই এই আহ্বান।
রোমান্টিসিজমের চূড়ান্ত এই পোজটি থাকলেই শাহরুখ হিট এমনটাই রটে যায় একটা সময়।
মাঝে সাঝেই এসআরকে একশন, কমেডি বা সিরিয়াস মুভিও করেছেন। কখনো স্বদেশ সিনেমার মত বিদ্যুৎ আনতে অজোঁ পাড়া গাঁয়ে লড়াই করার চরিত্র, কখনো আবার আশোকা বেশে যুদ্ধ যুদ্ধ খেলেছেনও। তবে বদলায়নি এই হাত মেলে আহ্বান করার দৃশ্য। এ যেন ‘আল্টিমেট’ শাহরুখিয়ানা।
রোমান্টিসিজমের মাধ্যমে শাহরুখের এই পোজ লাইমলাইটে এলেও এর শুরু নাহলেও ৩১ বছর আগে।
‘বাজিগর’ সিনেমার শুটিংয়ে এই ইউনিক পোজ নিয়ে প্রথম ক্যামেরার সামনে আসেন শাহরুখ।
এই সিনেমার ডান্স কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান। একটি গানের কোরিওগ্রাফিতে গিয়ে সরোজও বুঝলেন শাহরুখকে দিয়ে নাচানো মুশকিল, শাহরুখও বুঝলেন ‘নাচ আমার কম্ম নয়’..
তিনি আলগোছেই বললেন, ‘এমনটা করবো?’ বলে দুই হাত মেলে ধরেন। আর সেটাই মনে ধারে সরোজ খানে। নাচে এমন ভাবেই ফিট করলেন যে প্রথম দফাতেই হিট। আর সেই ব্লক বাস্টার চলছে আজ অবধি।
২০২৩ সালে প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশিসংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনো সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তারা। এ সময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাইকে চমকে দিয়ে শাহরুখ তার বাড়ি মান্নাতের ছাদে ওঠেন।
এছাড়াও প্রতিবছর ২ নভেম্বর নিজের জন্মদিনে বারান্দায় গিয়ে হাত মেলা যেন রেওয়াজ।
২০২৪ সালে এড শিরান শাহরুখ এবং ফারাহ খানের সঙ্গে দেখা করতে একদিন মান্নতে গিয়েছিলেন। এরপরই শাহরুখ তাকে দু-হাত তুলে নিজের আইকনিক পোজ শিখিয়েছেন। শাহরুখকে দেখে সেই পোজও অনুকরণ করেছেন ব্রিটিশ পপ তারকা।
‘পাঠান’ সিনেমার প্রমোশেনে ইংলিশ ফুটবলের তারকা খেলোয়াড় ওয়েন রুনিকে এ বিখ্যাত পোজ শেখান শাহরুখ।
এছাড়াও ভাইরাল রিলসে এক হওয়া এলিভেটর গায়িকা ডুয়া লিপার সাথে পোজ দিয়েছেন। জ্যাকি চ্যান, ব্র্যাড পিট কে নেই এই তালিকায়!
একজন তারকার এমন একটি পোজ তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মনকে আলীঙ্গন করে যাচ্ছে, দুই হাত মেলে বলছে, আমি সেই যে কিনা তারকাদের শেষ তারকা, তাকে নিয়ে সারাবিশ্বজুড়ে গল্প হবে, নাচের স্টেপ হবে – সেটাই তো স্বাভাবিক..