শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের উত্তেজনা। ঈদের সময় বিনোদনপ্রেমীদের আনন্দের খোরাক জুগিয়ে চলে সুপারস্টারের সিনেমা। এ বছরের ঈদুল আজহায় চলছে শাকিবের ‘তুফান’ নিয়ে উন্মাদনা। তবে উন্মাদনার মাঝে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা!
রাজধানীর মধুমিতা সিনেমা হলে ‘তুফান’ সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শকরা। শুধু দর্শকরাই নয়, অতর্কিত হামলার শিকার হয়েছেন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মীরাও।
অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ১৮ জুন। সেদিন আনুমানিক সন্ধ্যা ৬টায় মধুমিতা হলে এ হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে হামলার প্রতিবাদে সিনেমা হল ভাংচুর করেন বিক্ষুদ্ধ দর্শকরা।
জানা গেছে, টিকিট না পাওয়ার কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হয়েছিল মধুমিতা সিনেমা হলে। অনেকে অভিযোগ করেন, ‘তুফান’ ছবির একটি টিকিট পাওয়ার জন্য প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা। এরপর হল কর্তৃপক্ষ জানান, টিকিট নেই।
কেবল টিকিট সংকটই নয়, নির্ধারিত দামে টিকিট বিক্রি না করে হলের বাইরে অতিরিক্ত দামে অবৈধভাবে টিকিট বিক্রি চলার অভিযোগও করেছেন অনেকে। হল কর্তৃপক্ষের যোগসাজশে ব্ল্যাক টিকিট বিক্রি হওয়ায় দর্শক ক্ষোভ প্রকাশ করেন। অতঃপর ব্ল্যাকে টিকিট বিক্রেতারা লাঠি নিয়ে সাধারণ দর্শকদের ওপর তেড়ে আসেন। ঘটনাটি ধাওয়া- পাল্টা ধাওয়া পর্যন্ত গড়ায়। যা চলে প্রায় ঘন্টা খানেক।
মধুমিতা সিনেমা হলে পরবর্তীতে উত্তেজিত দর্শকরাও সিনেমার পোস্টার, পোস্টার বোর্ড, সিনেমা হলের দরজা-জানালা ভাংচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সেখান থেকে দুই কালোবাজারিকে আটক করা হয়।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রসঙ্গে মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ বলেন, দর্শক সংখ্যা নির্ধারিত আসন সংখ্যার তিনগুণ হওয়ায় দর্শকের চাপ সামালানো সম্ভব হয়নি। এতেই এমন ঘটনাটি ঘটেছে।