ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে ১০ জুন মুক্তি পাচ্ছে অভিনেত্রী তানজিন তিশা অভিনীত অরিজিনাল ফিল্ম ‘পয়জন’। এদিন সন্ধ্যা ৭টা থেকে দর্শকরা উপভোগ করতে পারবে ছবিটি।
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘পয়জন’ ওয়েবফিল্মে তিশার দেখা মিলবে ভিন্ন রূপে। তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, টাইগার রবি, রওনক রিপন, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।
রূপা মীর্জা নামের এক নায়িকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ‘পয়জন’। যে নায়িকার তিন তিনটা ফ্লপ সিনেমার পর চার নম্বর সিনেমা সুপারহিট হয়। সাথে জিতে নেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। রূপা মীর্জা যখন টক অব দ্য শোবিজ, তখন এই সাকসেস সেলিব্রেট করতে তিনি একটি পার্টি থ্রো করেন। আলোকোজ্জ্বল ঐ পার্টিতে শুন্য থেকে শিখরে ওঠা রূপার অন্ধকার অতীত সামনে চলে আসে। আপন, পর, শত্রু, মিত্র, মুখ ও মুখোশ সব যেন এক গোলক ধাঁধা! পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ!
নতুন ফিল্ম নিয়ে তিশা জানান, ‘আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবন যাপনও রপ্ত করেছি । আমাকে জানতে হয়েছে একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কি ডিল করতে হয়। আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপা মির্জা ছিলাম।’
অভিনেত্রী আশা করছেন দর্শকরা ‘পয়জন’ দেখে হতাশ হবেন না।