নিজের শহর মান্ডি থেকে প্রথমবারের মত লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেই বড় জয় পেলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি লড়াই করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে।
৪ জুন সকালেই মায়ের আশীর্বাদ নিয়েছিলেন কঙ্গনা। মায়ের হাতে অভিনেত্রীর দই-মিষ্টি খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। জানা গেছে, ভোটের ময়দানে নাকি সারাদিন থেকেই বিরোধীদের প্রায় শূন্য করে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছিলেন কঙ্গনা। অবশেষে শেষ হাসিও হাসলেন তিনি।
কঙ্গনা তার জয়ের খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইংরেজিতে লেখেন, ‘এই ভালবাসা এবং বিশ্বাসের জন্য মান্ডির সকলের প্রতি কৃতজ্ঞতা। এই জয় আপনাদের সকলের, এটি প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির উপর আস্থা রাখার জয়, এটি সনাতনের জয়, এটি বাজারকে সম্মান করার জয়।’
কঙ্গনার পোস্টে মন্তব্যকারীদের দেখা যাচ্ছে তাকে শুভকামনা জানাতে। তবে এবার অনেক ভক্ত ও অনুরাগীদের মনে উঁকি দিচ্ছে একটি প্রশ্ন। রাজনীতির পাশাপাশি কঙ্গনা কি একজন অভিনেত্রী হিসেবেও কাজ করে যাবেন? নাকি তাকে এখন থেকে দেখা যাবে কেবল রাজনীতির ময়দানেই? কেননা, নির্বাচনের প্রচারের সময় বলিউড ছেড়ে দেবেন বলেও জানিয়েছিলেন কঙ্গনা।
অভিনেত্রীর ‘থালাইভি’ শীর্ষক সিনেমাতেও দেখা গিয়েছিল রাজনীতিবিদ জয়ললিতার কাহিনী। সেই বায়োপিকে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন কঙ্গনা। ছবিটিতেও দেখা গেছে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও জয়ললিতা পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে আসেন। সেখানেও বাজিমাত করেন জয়ললিতা, যেমনটা বাস্তব জীবনে করলেন কঙ্গনাও। সেই পথেই কী হাঁটছেন ‘থালাইভি’ অভিনেত্রী কঙ্গনা? উত্তরের অপেক্ষায় আছেন তার অনুরাগীরা।