২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।
‘পদাতিক’ সিনেমার সেট থেকে নির্মাতা মৃণাল সেনের রূপে একটি ছবি পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘সৃজিত মুখার্জীর “পদাতিক”। ২০২৪ সালের নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেসটিভ্যালে সেরা স্ক্রীনপ্লে পুরস্কার জিতেছে।’ সবশেষে ‘পদাতিক’ টিমকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল যে দিন প্রথম দেখা দিয়েছিলেন, তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে। ‘পদাতিক’ পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। আর ছবিটির প্রযোজনায় আছেন ফিরদৌসুল হাসান। শুরুতে ওয়েব সিরিজ আকারে মৃণাল সেনের বায়োপিক তৈরির সিদ্ধান্ত নেয়া হলেও সৃজিত পরবর্তীতে তার মত পালটে ছবি তৈরির পরিকল্পনা করেন।
সিনেমাটিতে মৃণাল সেনের স্ত্রী, গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। ছবিতে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই দেখানো হয়েছে।