টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নব্বইয়ের দশকে বড় পর্দায় অভিষেক করার পর থেকে তিনি রাজত্ব করে যাচ্ছেন দর্শকদের মনে। তবে অভিনেত্রীর ভক্তদের দুশ্চিন্তায় ফেলে সম্প্রতি এলো একটি খবর। ঋতুপর্ণার নাম নাকি জড়িয়েছে রেশন দুর্নীতির মামলায়!
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, ঋতুপর্ণার ডাক পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ইডি)। এর আগেও ২০১৯ সালে অভিনেত্রীর ডাক পড়েছিল ইডিতে। তবে তা ছিল অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এবার নতুন খবর হলো- ৫ জুন তাকে ইডির দফতরে ডাকা হয়েছে।
বিষয়টি নিয়ে এখনও অফিশিয়ালি কিছু জানাননি ঋতুপর্ণা। ৫ জুন তিনি ইডি অফিসে হাজিরা দেবেন কি না, তাও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, ২০১৯ সালে রোজভ্যালি কাণ্ডে শুধু ঋতুপর্ণা নন, ইডি অফিসে ডাক পড়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এক সময় বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। তার ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ-সহ একাধিক অভিনয়শিল্পী। সেই সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে কথা বলতেই অভিনেত্রীকে যেতে হয়েছিল ইডি অফিসে। এছাড়া অভিনেত্রীর সংস্থার সাথে একটি চুক্তিও হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর।
বর্তমানে ঋতুপর্ণা সেনগুপ্ত ‘অযোগ্য’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন বলে জানা গেছে।