২০ মে একটি ম্যাসিভ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লাক্স সুপারস্টার মডেল ও ছোট পর্দার অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। ২৬ মে অপারেশন সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার প্রাক্তন স্বামী, গায়ক পারভেজ ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।
সীমানার অপারেশনের পরের অবস্থা জানিয়ে গণমাধ্যমকে সংগীতশিল্পী পারভেজ বলেছেন, ‘সীমানা বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। ২৬ মে তার একটি সার্জারিও করা হয়েছে। বর্তমানে কী অবস্থা, তা এখনো কিছু বোঝা যাচ্ছে না। চিকিৎসকরা এখনও সীমানাকে পর্যবেক্ষণে রেখেছেন। জানিয়েছেন, আরেকটু সময় লাগবে। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষ হলে শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
অন্যদিকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘শুনেছি, তার (সীমানা) শারীরিক অবস্থা অবনতির দিকে। আমাদের সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। সব ধরনের সহায়তা আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা তার পাশে আছি।’
উল্লেখ্য, ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। ২০১৪ সালে বিয়ের পর পর্দায় অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি।