Featuring: Kingkor Ahsan
Concept, Conduction and Presentation: Syeda Farzana Zaman Rumpa
📍 কিঙ্কর আহ্সান। যাকে একজন শব্দের জাদুকর বললে ভুল হবে না। পড়াশোনার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, কন্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত ছিলেন লেখক কিঙ্কর। তবে তার লেখালেখির শুরুটা মূলত দেশের একটি দৈনিক পত্রিকা থেকে। পরবর্তীতে স্বাধীন লেখক হিসেবে ছোটগল্প ও উপন্যাস লেখার পাশাপাশি বর্তমানে কর্মরত রয়েছেন ‘এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন’- ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। গুণী এই লেখক নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত লিখেছেন ১৮টি বই। কিঙ্কর আহসানের প্রকাশিত ‘আঙ্গারধানি’, ‘কাঠের শরীর’, ‘রঙিলা কিতাব’, ‘স্বর্ণভূমি’, ‘কিস্সাপূরণ’, ‘আলাদিন জিন্দাবাদ’-এর মত বই দিয়ে ছুঁয়েছেন হাজারো বইপ্রেমীদের মন। তার লেখা ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় খুব শীঘ্রই আসছে নতুন ওয়েবসিরিজ।
আড্ডা উইথ রূম্পা অনুষ্ঠানে এ সপ্তাহে আড্ডা দিতে এসেছেন লেখক কিঙ্কর আহসান। আড্ডায় আড্ডায় আজ জানবো কিঙ্কর থেকে লেখক হয়ে ওঠার এপারওপারের গল্প…