সুদূর ফ্রান্সের কান শহরে বসেছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের আগমন ঘটেছে এই শহরে। তারকাদের এই তালিকায় আছেন বলিউডের অভিনেত্রী আদিতি রাও হায়দারি। তৃতীয়বারের মত কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে তিনি প্রশংসা করলেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ’র।
মূলত বাংলাদেশি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে প্রশ্নের উত্তর দেয়ার সময় আদিতি কথা বলেন ঢাকাই সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রসঙ্গে। অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে আমার সেভাবে বাংলা সিনেমা দেখা হয় না। তবে সম্প্রতি আমি মুজিব সিনেমাটি দেখেছি, যা পরিচালনা করেছেন পরিচালক শ্যাম বেনেগাল। ছবিটির গল্প ইনক্রেডিবল।’
এরপর আদিতিকে শুভ’র অভিনয় নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ‘তার (আরিফিন শুভর) অভিনয় অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য… তার কাজ দেখে আমার খুব ভালো লেগেছে!’
সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। যেখানে ‘বিব্বোজান’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন আদিতি। দর্শকপ্রিয় এই অভিনেত্রীর মুখে প্রিয় তারকার প্রশংসা শুনে বেশ আনন্দিত শুভ’র দেশি ভক্ত ও অনুরাগীরা।
এদিকে আদিতি ছাড়াও এবারের কান উৎসবে যোগ দিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দীন শাহ্ও প্রশংসায় ভাসিয়েছিলেন শুভকে।
উল্লেখ্য যে, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘মুজিব : একটি জাতির রূপকার’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এই ছবিটি দেশজুড়ে মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ১৩ অক্টোবর।