Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

‘কালপুরুষ’-এর টিজারে অন্যরকম নাঈম

এফ এস নাঈম ও চঞ্চল চৌধুরী । ছবি: চরকি

প্রকাশিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’-এর টিজার। প্রায় ১ মিনিটের মত এই টিজারটি ১১ মে সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর থেকে সবচেয়ে বেশি চোখে পড়েছে যাকে তিনি হলেন অভিনেতা এফ এস নাঈম। কেননা এই সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সেটা নিয়ে নেট দুনিয়ায় বেশ আওয়াজও উঠেছে।

ফিট ও স্বাস্থ্য সচেতন একজন ব্যক্তি হচ্ছেন নাঈম। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশনের জার্নিটা আসলে কেমন ছিল এমন প্রশ্নের উত্তরে নাঈম বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমাই সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম।’

তিনি যোগ করেন, ‘আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেই সাথে প্রায় ৮-৯ মাস এই এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল। তারপর শুটিং করা। এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল।’

টিজারের শেষে সবাইকে চমকে দিয়ে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। অভিনয়ে ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ আছেন আরও অনেকে।

‘কালপুরুষ’ পরিচালনা করেছেন সালজার রহমান। তিনি এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এই প্রথমই। সিরিজটি গল্প কেমন এ প্রশ্নের উত্তরে সালজার বলেন, ‘সিরিজটি মাডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থান দেখা যাবে। একটা মাডার কেস সলভ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের (নাঈম) সাথে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প।’

উল্লেখ্য, চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময়েই তাদের যাত্রা শুরু করে। আর চরকির শুরু থেকেই ‘ঊনলৌকিক’ নির্মাণ দিয়ে পাশে ছিল ফিল্ম সিন্ডিকেট। কিছুদিন আগে বেশ ঘটা করে ঘোষণা দেয়া হয় যে আগামী ৩ বছরে ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য নির্মাণ করবে ১০টি সিরিজ। সেই অনুযায়ী খুব শীঘ্রই চরকিতে মুক্তি পাবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ ‘কালপুরুষ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা   

তানজিয়া জামান মিথিলা ৭৪ তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সে সেরা…
হিলের জুতা পড়তে ভয় পান মিথিলা

নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স – ২০২৫ এর বৃহত্তম স্ট্রিমিং চুক্তি

৮২.৭ বিলিয়ন ডলারের চুক্তিতে ঐতিহাসিক অধিগ্রহণ হলিউডের অন্যতম প্রাচীন স্টুডিও ওয়ার্নার ব্রস (Warner Bros)…
নেটফ্লিক্সের হাতে ওয়ার্নার ব্রাদার্স

মোশাররফ করিমের ‘ডিমলাইট’ – প্রথমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ান

‘ডিমলাইট’ এ স্ট্যান্ড-আপ কমেডিয়ান বহু বছর ধরেই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মুগ্ধ…
মোশাররফ করিমের ‘ডিমলাইট’

সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে আসছে ওয়েব ফিল্ম

ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ দেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে আসছে ওয়েব ফিল্ম। ওয়েব…
সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে আসছে ওয়েব ফিল্ম
0
Share