২১ বছর আগে গীতিকার ইমন জুবায়েরের শান্তিনগরের বাসায় তোলা একটি ছবি রিক্রিয়েট করে ভাইরাল ‘ব্ল্যাক’।
আগামী ১০ মে, ‘রক অ্যান্ড রিদম ৪.০’ শীর্ষক কনসার্টে রিইউনিয়ন হতে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’-য়ের। সেই সুবাদে পুরোনো লাইনআপে দুই দশক আগের এক স্মৃতির পুনরাবৃত্তি ঘটালেন টনি, জাহান, তাহসান, জন কবির ও মিরাজরা।
‘রক অ্যান্ড রিদম ৪.০’ কনসার্টের প্রচারের অংশ হিসেবে ৫ মে ব্ল্যাকের পুরোনো লাইনআপকে নিয়ে ফটোশুট করা হয়েছে। ২০০৩ সালের শুরুর দিকে তোলা ব্ল্যাকের ‘আইকনিক’ ছবিটি ‘রিক্রিয়েট’করে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল ‘ব্ল্যাক’।
জাহান বাদে কেউই আর ব্ল্যাকে নেই। আলাদা পথে হাঁটছেন তাহসান, জনরা। ৩৫ মিলিমিটার ক্যামেরায় ব্ল্যাকের সাদা–কালো ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী খাদেমুল ইনসান। ২১ বছর পর সেই ছবি ‘রিক্রিয়েট’ করেছে এডভেন্টর কমিউনিকেশনস।