গেলো ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘পটু’। সিনেমার ঘোষণা থেকে শুরু করে প্রচারণা এবং পোস্টার গানও রিলিজ করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। অবশেষে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো ‘পটু’ মুক্তির চূড়ান্ত তারিখ!
৬ মে অনুষ্ঠিত হয়েছে প্রযোজনা সংস্থাটির ব্যানারে ‘পটু’ সিনেমার প্রেস মিট। সেখানে জানানো হয়, ১০ মে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
এর আগে জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ‘পটু’ সিনেমার পোস্টার পোস্ট করেও সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পোস্টের ক্যাপশন, ‘পটু। আগামী ১০ই মে ২০২৪, সারা দেশে মুক্তি পাবে পটু। পদ্মার চরের মানুষের বাস্তব জীবন কাহিনীর সিনেমা ‘পটু’।’
২০২৩ সালের সেপ্টেম্বরে শেষ হয়েছে ‘পটু’-র শুটিং। এই সিনেমার পরিচালক ও প্রধান অভিনয়শিল্পীদের বেশির ভাগই নতুন। ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর।
সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে রাজশাহী শহরের চরখানপুরে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ইভান জানান, ‘চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি। চার দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি ছবিটির সঙ্গে।’
ইভানের বিপরীতে ‘পটু’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রী আফরা সাইরাকে। এই নায়িকারও এটিই প্রথম সিনেমা। ইভান সাইর ছাড়াও ছবিতে আরও দেখা যাবে শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদারসহ আরও অনেককে।