টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি এক ‘নিষিদ্ধ অভিনেতা’র সাক্ষাৎকার নিয়ে বিনোদন সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন জয়।
মূলত এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানের পর একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিনোদন সাংবাদিকদের ওপর হামলা চালায় শিল্পীরা। যার নেতৃত্ব দেন নতুন এই কমিটির একজন বিজয়ী সদস্য। তিনিই সেই নিষিদ্ধ চিত্রনায়ক।
জয় তার সাক্ষাৎকার নিতে গিয়ে এটাই চেয়েছিল যেন সেই অভিনেতা ক্যামেরার সামনে ক্ষমা চেয়ে নেন। কিন্তু অভিনেতা তেমনটা না করায়, সাক্ষাৎকারের সেই ভিডিও-টি ডিলিট করে শাহরিয়ার নাজিম জয় নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমার পেইজে গতকাল একজন নিষিদ্ধ অভিনেতার ইন্টারভিউ নেবার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের সাংবাদিক ভাইদের সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত তার কোন ইন্টারভিউ আমি আর নেব না। আমি চেষ্টা করেছিলাম সে যেন আমার ভিডিওতে অন্তত দুঃখিত বলে। কিন্তু তা সে বলেনি। আমি সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য। ভিডিওটি ইতিমধ্যে আমি ডিলিট করেছি।’
সেই পোষ্টের কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন, কে সেই নিষিদ্ধ অভিনেতা। অনেকে আবার বুঝতে পেরে কমেন্টেই বলে দিয়েছেন ওই অভিনেতার নাম।