রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাট্য অভিনেতা ওয়ালিউল হক রুমি। জানা গেছে দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছেন গুণী এই অভিনেতা।
অভিনেতার পরিবার থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই কোলন ক্যানসারে ভুগছিলেন অভিনেতা রুমি। চিকিৎসার জন্য চেন্নাইতেও নেওয়া হয়েছিল তাকে। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
অভিনেতা রুমির শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল হলেও আগামী বেশ কিছুদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে অভিনেতা রুমিকে।
সকলের কাছে দোয়া চেয়ে অভিনেতা জানিয়েছেন, ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে কাজে ফিরতে চান তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মধ্যদিয়ে অভিনয়ে পদার্পণ অভিনেতা ওয়ালিউল হক রুমির। অভিনেতার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে‘ ঢাকা টু বরিশাল’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, ‘বাকির নাম ফাঁকি’, ‘যমজ সিরিজ’, ‘কমেডি ৪২০’, ‘চৈতা পাগল’, ‘জীবনের অলিগলি’, ‘মেঘে ঢাকা শহর’ ইত্যাদি।