জনপ্রিয় সংগীত শিল্পী, ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ১৮ মার্চ সন্ধ্যা সোয়া ৭ টায় ইন্তেকাল করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে তা নিশ্চিত করেছেন জি সিরিজের কর্মকর্তা ঈশা খান দূরে।
শিল্পীর মরদেহ গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে রাখা হয়েছে।
‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’–এর মতো জনপ্রিয় বহু গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন খালিদ।
গোপালগঞ্জে জন্ম নেওয়া শিল্পী খালিদ ১৯৮১ সাল থেকে গান করেন। ১৯৮৩ সালে তিনি ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।