দশ বছরের বিরতি কাটিয়ে মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি…নাউ’ মুক্তি পায় ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। আর এই অ্যালবামের নামেই কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল খুব শীঘ্রই। কিন্তু কোনো কারণ না দেখিয়েই দুই-একটি নয়, বরং সাতটি কনসার্ট বাতিল করে দিয়েছেন লোপেজ।
ভ্যারাইটির সূত্রানুযায়ী, ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল ‘দিস ইজ মি…নাউ’ কনসার্ট ট্যুর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়ে ৩১ আগস্ট শেষ হতো কনসার্টটি। মাঝে কানাডায়ও কয়েকটি শো করতেন লোপেজ। তবে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সাতটি কনসার্ট। এই কনসার্টগুলো বাতিলের জন্য কোনো কারণও দেখানো হয়নি। ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাতিল হওয়া সাতটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।
এবার নতুন সময়সূচি অনুযায়ী, ১৭ আগস্ট নিউইয়র্কে শো’য়ের মাধ্যমে শেষ হবে লোপেজের কনসার্ট। এদিকে টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারের ওয়েবসাইটে বাতিল হওয়া শো’য়ের টিকিট বা তা নিয়ে স্পষ্ট কোনো খবর আর পাওয়া যাচ্ছে না। যারা নতুন করে টিকিট কাটতে যাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন শো গুলো যে বাতিল করা হয়েছে। যারা আগেই টিকিট কিনে ফেলেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
মার্কিন এই পপ তারকার ‘দিস ইজ মি…নাউ’ অ্যালবাম নিয়ে তার ভক্ত ও অনুরাগীদের ব্যাপক প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি অ্যালবামটি। ফেব্রুয়ারি মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে লোপেজের অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। একারণে অনেক দর্শকই ধারণা করছেন গায়িকার বহুল প্রত্যাশিত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়াই তার কনসার্ট বাতিলের পেছনের মূল কারণ।
জেনিফার লোপেজের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।