৬০ বছর পরে টেলিভিশনে বাংলাদেশের সবচেয়ে পুরোনো অনুষ্ঠান ‘এসো গান শিখি’ পেলো নতুন খালামণি, দেশবরেণ্য শিল্পী ড. নাশিদ কামাল।
দেশের কয়েকটি প্রজন্মের শৈশবস্মৃতি জড়িয়ে থাকা বিটিভি-তে প্রচারিত ‘এসো গান শিখি’। শিক্ষামূলক এই শিশুতোষ অনুষ্ঠান মানেই পাপেট মিঠু-মন্টি, গানের খালামণি। এতদিন এই ‘খালামণি’ চরিত্রে কিংবদন্তী শিল্পী ফেরদৌসী রহমানকে দেখা গেলেও এখন থেকে নিয়মিত দেখা যাবে দেশবরেণ্য আরেক শিল্পী ড. নাশিদ কামালকে।
প্রসঙ্গত, ড. নাশিদ কামাল কিন্তু একাধারে একজন কণ্ঠশিল্পী, লেখিকা ও জনসংখ্যা তত্ত্ব বিষয়ের অধ্যাপিকা।