২০২৪ -য়ের শুরুটা হয়েছে বিয়ে খবরে। কিন্তু তার মাঝেও বাতাসে ভেসে বেড়িয়েছে কিছু বিচ্ছেদের সুর! ইশা দেওল, সানিয়া মির্জা, থেকে কাঞ্চন মল্লিকের ডিভোর্সের খবর শিরোনামে উঠে এলেও খুব বেশিদিন ল্যাম-লাইটে থাকতে পারেনি তারা। কিন্তু বাংলাদেশের একজন কিন্তু ঠিক পেরেছে! আজকের চিত্রালী স্পেশালে থাকছে চলতি বছরের ‘হট টপিক’- মাহিয়া মাহির জীবনের এপার- ওপারের গল্প।