দীর্ঘ ২৮ বছর পর ৯ মার্চ ভারতের মাটিতে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের আসর। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত ৭১তম ‘মিস ওয়ার্ল্ড’-য়ের খেতাব জিতেছেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা।
বিজয়ীর নাম ঘোষণার পর ক্রিস্টিনার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দু-বছর বিশ্ব সুন্দরীর খেতাব ছিল পোলিশ এই সুন্দরীর দখলে। কারণ, শিডিউল জটিলতায় ২০২৩ সালে আয়োজন হয়নি এ প্রতিযোগিতার।
১২ জনের বিচারক প্যানেলে ছিল অভিনয়শিল্পী কৃতী শ্যানন, পূজা হেগড়ে, মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লিসহ ১২ জন ছিলেন প্রতিযোগিতার বিচারক প্যানেলে। বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন প্রতিযোগীতায়। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শাম্মী ইসলাম নীলা। যদিও তিনি কোন সুখবর আনতে পারেননি।
প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক রিপাবলিক। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন ইউরোপের এই দেশটির তাতানা কুচারোভা।