ব্যক্তিজীবন নিয়ে নানান সময়ে নানান চাঞ্চল্যকর তথ্য দিয়ে থাকেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সেই ধারাবাহিকতায় প্রসঙ্গক্রমে আরও একবার জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন ‘বিগ বস’-এর এই প্রতিযোগী।
অঙ্কিতার জানান, তিনি এখন আর ট্রেনে ওঠেন না। মুম্বাইয়ের লোকাল ট্রেনে খুব তাড়াতাড়ি ভ্রমণ বন্ধ করেছিলেন তিনি। কারণ ট্রেনে চড়তে তার খুব ভয়।
‘পবিত্র রিশতা’ খ্যাত অভিনেত্রীর ভাষ্যমতে, একবার লোকাল ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন তিনি। চার্চগেট রেলওয়ে স্টেশনে, একটি দ্রুতগামী ট্রেনে চড়ে অঙ্কিতা উঠেছিলেন একটি ধীরগতির ট্রেনে। সাথে ছিলেন তার বন্ধুরাও। বন্ধুরা তাকে দ্রুত ট্রেন থেকে নামতে বললে সেখান থেকে লাফিয়ে পড়েন তিনি। লাফ দিয়ে গড়িয়ে পড়েছিলেন তিনি। কোনোভাবে বেঁচে গিয়েছিলেন। ট্রেনের সেই অভিজ্ঞতাই অঙ্কিতার সর্বশেষ ট্রেনে চড়ার অভিজ্ঞতা।
অঙ্কিতা জানান, ছোট থেকেই নাকি ট্রেনকে ভীষণ ভয় পেতেন তিনি। তার উপর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হওয়ায় আর ট্রেন জার্নি করেননি অঙ্কিতা।
প্রসঙ্গত, ইন্দোরের বাসিন্দা অঙ্কিতা মুম্বাইয়ে থাকছেন দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে। তার প্রথম টেলিভিশন শো ‘পবিত্র রিশতা’। পরবর্তীতে তাকে দেখা গেছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাথে ‘মণিকর্ণিকা’ এবং টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের সাথে ‘বাঘি-৩’ সিনেমায়। এছাড়াও জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এর সর্বশেষ সিজনে স্বামী ভিকি জৈনের সাথে প্রতিযোগী হিসেবে হাজির হয়েও বেশ আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।