৮ মার্চ শুরু হচ্ছে দুইদিন ব্যাপী নজরুল উৎসব। তৃতীয়বারের মত অনুষ্ঠিত দু’দিন ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন চলবে ৯ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, গুলশান সোসাইটি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন-এর যৌথ উদ্যোগে গুলশান সোসাইটি লেক পার্কে এই উৎসব অনুষ্ঠিত হবে।
দুই বাংলার শীর্ষস্থানীয় শিল্পীদের পাশাপাশি এই উৎসবে যুক্ত হবেন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান নবীন ও প্রবীণ শিল্পীরা।
দুই দিনের এ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। উৎসব আয়োজন চলবে প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।