নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। নাম- ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। এই সিনেমায়ই চুক্তিবদ্ধ হয়েছেন ‘বালিকা’ খ্যাত সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম আহমেদ।
২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রীতমসহ ছবির সাথে সংশ্লিষ্ট অন্যান্য কলাকুশলীরা। যাদের মধ্যে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।
প্রীতমের নতুন সিনেমায় সংযুক্তির খবরটি পরবর্তীতে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজেই জানিয়েছেন অভিনেতা। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার আয়োজন থেকে কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, ‘গতকাল প্রথমবারের মত বাংলাদেশের ৯০ দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমা ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলাম। শুভকামনার রাখবেন।’
উল্লেখ্য যে, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার ট্যাগ লাইন হচ্ছে ‘আমি কালা’। যার গল্প লিখেছেন মেজবাহ্ উদ্দিন সুমন। আর পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, সাথে যুক্ত হবে আরও কিছু প্রডাকশন হাউজও।